Sunday, May 16, 2021



প্রিয়ইব্রাহিম(https://faruk55kw.blogspot.com/2017/07/blog-post_15.htmভাই ও বোনেরাআপনারা যারা নিজ আত্মাকে রোগমু্ক্ত করার প্রচন্ড তৃষ্ণা অনুভব করেনতাদের স্বাদ আস্বাদনের জন্য  নিম্নের এই আয়াত দিয়ে শুরু করছি-
১০:৫৭ 
يَاأَيُّهَاالنَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
হে মানবকুলতোমাদের কাছে উপদেশবানী (ওয়াজএসেছে তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময় (شِفَاও হেদায়েত ও রহমত মুমিনদের জন্য।

সম্ভবত আপনাদেরকে বলা হয়েছে ইসলাম মানে আত্মসমর্পন।সাথে সাথে এটাও বাখ্যা করা হয়েছে যেইসলাম মানে শান্তি।ইসলামকে কি সুন্দর মোড়কে আবৃত করা হয়েছেতাইনাএখন  আমরা ইসলাম শব্দের শব্দগত মানে পুনরায় আবিষ্কার করব। 

سلممقاييساللغة
السينواللاموالميممعظمبابهمنالصحةوالعافيةويكونفيهمايشذوالشاذعنهقليلفالسلامةانيسلمالإنسانمنالعاهةوالأذى

আত্মসমর্পন নয়শান্তিও নয়। ইসলামের মূলে যে শব্দ আছে  سلم অর্থাৎ সুস্থ (রোগমুক্ত)। শারীরিক ও মানসিক রোগের অনুপুস্থীতিই হলো সুস্থতা। ধর্মীয় দৃষ্টিকোন থেকে ইসলাম মানে মানসিক বা অন্তরের রোগমুক্তি।ভুল বিশ্বাস ও সকল প্রকার মূর্খতা জড়তাই হলো অন্তরের রোগ।শারীরিক রোগ থেকে মুক্তির নিরাময় বা শেফা (شِفَاءআধুনিক  চিকিৎসা ব্যাবস্থা।আর অন্তরের রোগের নিরাময় বা শেফা(شِفَاءপরোয়ারদেগারের  উপদেশবাণী অর্থাৎ এই কোরান। 


মুসলিম (مفعلসেই যে নিজের অন্তরকে সুস্থ করার আশায় এই  চিকিৎসা বিদ্যা বা ইসলাম (إفعالবাস্তবায়ন করে।
মিথ্যা ও ছাইপাঁশে ভরপুর এপৃথিবীতে সম্ভবত এ এক অলীক,  অবাস্তব আশা। 

No comments:

Post a Comment