Thursday, May 13, 2021

রসূল

 যে বা যারা আল্লাহর বাণী প্রচার করে , সে বা তারা রসূল। সেই অর্থে আমি বা আমরা যারাই কোরানের বাণী  প্রচার করি , আমরা সকলেই রসূল। এখন আমি যদি আপনাকে কোরানের আয়াত উদ্ধৃতি দিয়ে বলি মিথ্যা সাক্ষী দেবেননা ,ওজনে বা মাপে কম দেবেননা এবং আমার এই নির্দেশ যদি আপনি না মানেন বা মানতে অস্বীকার করেন , তাহলে  আপনি কাফের।  আর যদি বলি আমাকে  1000 টাকা দেন আমার দরকার। আপনি যদি টাকা দিতে অস্বীকার করেন  , তাহলেও আপনি কাফের নন আমার নির্দেশে টাকা না দেওয়ার জন্য। বুঝা গেল কিছু?

No comments:

Post a Comment