Sunday, May 16, 2021

ইসলাম ও মানবতা

 


ইসলাম একটি পরিপূর্ন জীবন ব্যবস্থা। কিন্ত আমরা কয়জন জানি সেই জীবন ব্যবস্থাটা কি? দ্বীন ইসলাম বলতে কোরানে আল্লাহ যেভাবে জীবন যাপন করতে বলেছেন , তাকেই বোঝায়। এটাই মূখ্য। আল্লাহর নির্দেশনা মোতাবেক জীবন যাপন করেই আমরা আল্লাহকে তুষ্ট করতে পারি , নামাজ রোজার মাধ্যমে নয়। 

* তোমার পিতা মাতাকে সম্মান করবে , যতদিন তারা বেচে থাকবে। তাদের সাথে রূঢ় ব্যবহার করবে না বা অযত্ন করবে না।

* তোমরা মানুষের সাথে সদ্ব্যবহার করবে ও কোন মিথ্যা বলবে না।

* তোমরা আত্মীয় , এতিম ও গরিবদের সাহায্য করবে।

* নিজ সন্তানকে দারিদ্রতার কারনে হত্যা করবে না।

*তোমরা ব্যভিচার করবে না , কারন এটা পাপ।

*তোমরা কাউকে হত্যা করবেনা ।

* তোমরা এতিমদের সম্পদ আত্মসাত বা তস্রুপ করবে না।

*ব্যবসায়ের সময় পরিমান ও ওজনে সঠিক থাকবে।

*ঘুষ দেয়া নেয়া করবে না।

* সাক্ষ্য দেয়ার সময় সম্পুর্নরূপে সৎ থাকবে , এমনকি নিজের , বাপ মা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেলে ও।

*যা কিছু করার প্রতিজ্ঞা করবে বা দায়বদ্ধ থাকবে , তা পুরপুরিভাবে পালন করবে এবং বিনম্র হবে।

*উদ্ধত হবে না বা গর্বের সাথে হাটবে না। আল্লাহ দম্ভকারীদের পছন্দ করেন না।

* রাগ করবে না বা উচ্চ কর্কশ স্বরে কথা বলবেনা। নিকৃষ্টতম স্বর হলো , গাধার আওয়াজ। 

এরুপ আরো অনেক বিধি নিষেধের কথা বলা আছে কোরানে। দুর্ভাগ্যের বিষয় আমরা মুসলমান রা আল্লাহর এই সকল নির্দেশ পালনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সত্যিকারের ইসলাম প্রতষ্ঠার জন্য মানুষকে উড্বুদ্ধ না করে , বেশি বেশি নামাজ পড়ার জন্য বলে মানুষকে ভুল পথে পরিচালিত করছি।

মানববাদীদের কাছে আবেদন , কোরান পড়ে এর থেকেও মানববাদী কোন ধারা জানলে আমাদেরকে জানান।

No comments:

Post a Comment