Thursday, May 13, 2021

যাকাতের বিধান

 একজন প্রশ্ন করেছেন - যাকাতের বিধান কী?


উত্তর - আমরা যাকাত বা যাকাতের বিধান বলতে যা বুঝি , তা মানুষের বানানো। এর কিছুই কোরানে নেই। 'আতু যাকাত' অর্থ যাকাত দেয়া নয়। প্রকৃত অর্থ - নিজেকে পরিশুদ্ধ করা। কতটুকু দান করবেন বা অন্যকে দেবেন? নিজের প্রয়োজনের অতিরিক্ত। এই পরিমান ঠিক করবেন আপনি নিজে, কারন আপ্নার কতটুকু প্রয়োজন তা আপনার চেয়ে ভাল আর কেউ জানেনা। এক্টা জিনিষ মাথায় রাখবেন , এই দানের পুরস্কার আল্লাহর কাছে জমা থাকবে , যা তিনি পরকালে দেবেন। আরো একটি জিনিষ স্মরন করিয়ে দেই - পরকালের আশায় সব কিছু দান করে নি:স্ব হয়ে অপরের কাছে হাত পাততে আল্লাহ নিরুৎসাহিত করেছেন।

No comments:

Post a Comment