কোরানে কি পৃথিবীতে যত রকম অপরাধ সংঘটিত হয় , সবের শাস্তির কথা উল্লেখ আছে? নেই। যেগুলোর উল্লেখ নেই সেগুলোর শাস্তি সমাজ /দেশ নির্ধারন করবে , এর সাথে ধর্মের কোন সম্পর্ক নেই। ধর্মের সাথে সম্পর্ক যেগুলো কোরানে আছে। রসূলের নামে প্রচলিত মিথ্যা হাদিসের মাধ্যমে পাওয়া শাস্তি মানুন আপত্তি নেই , আপত্তি তখনই যখন এগুলোকে ধর্মের অংশ বানিয়ে ফেলা হয়। রসূলের ধর্মীয় বিধান দেয়ার ক্ষমতা নেই। পিরিয়ড। হাদিস গ্রন্থগুলিতেও সব অপরাধের শাস্তির বর্ণনা পাবেন না। শেষ মেষ সমাজ/ দেশকেই শাস্তি নির্ধারন করতে হবে। যেমন ধরুন red light violation বা বেপরোয়া গতিতে গাড়ি চালানো বা মানুষ চাপা দিয়ে মেরে ফেলার শাস্তি কী? হাদিসগ্রন্থ থেকে এর উত্তর দেখান।
No comments:
Post a Comment