Wednesday, October 20, 2010

শাফায়াত বা সুপারিশকারী

প্রায় সব বাঙালি মুসলমান রোজ হাশরে রসুল মুহাম্মদের  শাফায়াতের আশা করে একনিষ্ঠ ভাবে তার সুন্নত পালন করেন।

কোরানে আল্লাহ শাফায়াত সম্পর্কে কি বলেছেন :

সুরা আল-যুমার(৩৯) আয়াত ৪৩-৪৪
"তারা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সুপারিশকারী গ্রহন করেছে? বলুন , এমনকি কোনকিছুর উপরে তাদের কোন ক্ষমতা না থাকলেও বা তাদের কোন বুদ্ধি জ্ঞান না থাকলেও ! বলুন , সকল সুপারিশের মালিক আল্লাহ , আসমান ও যমীনে তারি রাজত্ব। অতঃপর তারি কাছে তোমাদের ফিরতে হবে।"

সুরা সেজদাহ(৩২) আয়াত ৪
"আল্লাহ যিনি নভোমন্ডল , ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে আসীন হয়েছেন। তিনি ব্যতীত তোমাদের কোন ওলী বা সুপারিশকারী নেই। এরপর ও কি তোমরা বুঝবে না?"

সুরা বাকারাহ(২) আয়াত ২৫৪
"হে ঈমানদারগণ ! আমি তোমাদের যা রিজিক্‌ দিয়েছি , তা থেকে ব্যায় কর সেদিন (রোজ হাশর) আসার পূর্বে, যেদিন চলবে না কোন দরাদরি বা থাকবেনা কোন সুপারিশ কিংবা বন্ধুত্ব। আর কাফেররাই (অস্বীকারকারী) হলো প্রকৃত যালেম।"

কোরানে সুপারিশের উপর আরো অনেক আয়াত আছে। কিন্তু কোথাও বলা হয়নি মুহাম্মদ উম্মতে মুহাম্মদীর জন্য রোজ হাশরে শাফায়াত বা সুপারিশ করবেন। এখানে ৪টি স্পষ্ট আয়াতের অনুবাদ দিলাম , কোন ব্যখ্যা ছাড়াই। মানা বা না মানার দায়িত্ব , যার যার নিজের।

মাজার জিয়ারত

মাজার , কবর পুজার বিস্তৃতি কি ভয়াবহ আকার ধারনা করেছে তার কিছু উদাহরন :
১) সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার শুরু করেন সিলেট মাজার জিয়ারতের মাধ্যমে।
২) এমনকি অন্যতম ইসলামি দল ,জামায়াতে ইসলামির আমির নিজামি আর অতদুর যাননি , তবে পত্রিকায় দেখেছি নিজের বাপের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে নেমেছিলেন।

সুরা আল-ফাত্বির(৩৫) আয়াত ২২
“আর জীবিত ও মৃত একসমান নয়। নিঃসন্দেহে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে শুনিয়ে থাকেন। আর যারা কবরে আছে তাদের তুমি শোনাতে পারবে না।

Friday, October 15, 2010

মদ খাওয়া কি হারাম?

আমার বক্তব্যই যে নির্ভুল সে দাবী আমি করি না। আমার পোষ্ট পড়ে মানুষকে চিন্তা করতে হবে ও নিজের স্বীদ্ধান্ত নিজেকেই নিতে হবে। মোল্লাদের উপরে দোষ দিয়ে পরকালে পার পাওয়া যাবে না , কারন আল্লাহ আমাদের ব্রেণ দিয়েছেন সেটা ব্যবহারের জন্য এবং যার যার ব্রেণের জিম্মাদার সে নিজে।

কোরানে হারাম জিনিষকে 'হারাম'-ই বলা হয়েছে। এখানে 'হারাম' (حرم) শব্দ ব্যাবহার হয়েছে। যে সকল জিনিষকে হারাম বলা হয়েছে , তার জন্য কোন কারন আল্লাহ দেন নি। এটা আল্লাহর নির্দেশ এবং অনেক জায়গায় কোন কিছুকে হারাম করার জন্য দোজখের ভয় ও দেখানো হয়েছে।

কোরানে দেখুন মৃত , রক্ত ও শুকরের মাংসকে কিভাবে হারাম করা হয়েছে -
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالْدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ
৫:৩ তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস.....।

কোরানে দেখুন মানুষ খুনকে কিভাবে শাস্তির ভয় দেখিয়ে হারাম করা হয়েছে--
৪:৯৩ যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে বিশ্বাসীকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।

কোরানে ৫টা আয়াত পাওয়া যায় , যেখানে মদ/নেশা নিয়ে বলা হয়েছে।

১)
৪:৪৩ হে ঈমাণদারগণ! তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন নামাযের ধারে-কাছেও যেওনা, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ,......।

এই আয়াতে হারাম বা নিষিদ্ধ শব্দটি নেই বা দোজখের ভয়ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও দেখানো হয় নি। কেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করা হচ্ছে? কারন নামাজে কি বলছি সেটা বোঝা গুরুত্বপূর্ণ , না বুঝলে সে নামাজ পড়ার কোন মানে নেই।( চিন্তা করুন , আমরা কয়জন বাঙালী নামাজে কি পড়ি , সেটা বুঝেই পড়ি)। যেহেতু নেশাগ্রস্থ অবস্থায় মানুষের বোধ বুদ্ধি এমনি লোপ পায় যে সে কি বলছে তা বোঝেনা , সেকারনেই নামাজের কাছে যেতে নিষেধ করা হয়েছে। নেশাগ্রস্থ হতে কিন্তু নিষেধ করা হয় নি। এখন কেউ যদি অল্প নেশা করে এবং তার বোধ বুদ্ধিও লোপ না পায় , তাহলে কি তাকে কোরানের এই আয়াত অনুযায়ী দোষ দেয়া যাবে?

২)আপনার দেয়া আয়াত-
৫:৯০-৯১ "হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক শর ঘৃণ্যবস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা(কে) বর্জন কর তাহলে তোমরা সফলকাম হতে পারবে। শয়তান তো মদ, জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না।"

এই আয়াতে ও হারাম বা নিষিদ্ধ শব্দটি নেই বা দোজখের ভয়ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও দেখানো হয় নি। সুতরাং মদকে হারাম বলা যায় না। পরন্তু আয়াতটিতে দেখুন فَاجْتَنِبُوهُ /ফাআজতানেবুহু অর্থাৎ তাকে(শয়তানকে) বর্জন করতে বলা হয়েছে। শব্দের শেষে যে 'হু' আছে , তা একবচন। যদি মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক শর সবগুলোকেই বর্জন করতে বলা হতো তাহলে 'হুম' বহুবচন থাকতো। আয়াতটি ভালো করে পড়লে যা বোঝা যায় , এগুলো শয়তানের হাতিয়ার , যা দিয়ে মানুষকে বিপথে নেয়। একারনেই শয়তানকে বর্জন করতে বলা হয়েছে , যাতে আমরা সফলকাম হতে পারি।

৩)
৫:৯৩ যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তারা যা ভক্ষণ করেছে, সে জন্য তাদের কোন গোনাহ(جُنَاحٌ) নেই....
Muhammad Asad 5:93 Those who have attained to faith and do righteous deeds incur no sin by partaking of whatever they may, so long as they are conscious of God and [truly] believe and do righteous deeds, and continue to be conscious of God and to believe, and grow ever more conscious of God, and persevere in doing good: for God loves the doers of good.
Rashad Khalifa 5:93 Those who believe and lead a righteous life bear no guilt by eating any food, so long as they observe the commandments, believe and lead a righteous life, then maintain their piety and faith, and continue to observe piety and righteousness. GOD loves the righteous.

এই আয়াতটিতে ইংরেজি অনুবাদ দিলাম এই কারনে যে বাংলা অনুবাদে এমন কিছু শব্দ ঢোকানো হয়েছে যা আরবি কোরানে নেই। এই আয়াতটিতে দেখুন , হারাম ব্যতীত সকল খাবার খাওয়া যায়। খাবার নয় , সৎ কাজের উপরেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সৎ ভাল কাজের কথা বারে বারেই বলা হয়েছে।

৪)
১৬:৬৭ এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা নেশা (سَكَرًا) ও উত্তম খাদ্য তৈরী করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।

এখানেও নেশা বা মদকে হারাম বলা হয় নি। বরং নেশা ও উত্তম খাদ্য একি কাতারে ফেলা হয়েছে।

৫)
২:২১৯ তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ।(إِثْمٌ كَبِيرٌ) আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়।

মদের ভাল মন্দ দুটো দিক আছে , যা আগের আয়াতগুলো থেকে স্পষ্ট। এআয়াতেও দেখুন মদের উপকরিতা ও অপকারিতা নিয়ে বলা হয়েছে। উপকারিতার বিপরীত অপকারিতা বা অপব্যাবহার হয় , পাপ হয় না। কিন্তু কেন জানি আমাদের আলেমরা إِثْمٌ كَبِيرٌ এর মানে মহা পাপ বলছেন , যা বোধগম্য নয়। আরবিতে পাপ হলো যুনাহুন/جُنَاحٌ। তাহলে আপনারাই চিন্তা করুন إِثْمٌ كَبِيرٌ এর সঠিক মানে মহা পাপ নাকি মহা অপকারিতা বা অপব্যাবহার?

আল্লাহ কোরানে কোন কিছুকে নিজ থেকে হালাল বা হারাম বলতে শাস্তির ভয় দেখিয়ে নিষেধ করেছেন। কোরানের কোথাও মদ/নেশাকে সরাসরি হারাম বলা হয় নি। মদের ভাল বা মন্দের উল্লেখি কোরানে করা হয়েছে। মদকে আমাদের বিবেচনার উপর ছেড়ে দেয়া হয়েছে। এখন আপনারাই বিবেচনা করুন।

ইতিহাস থেকে যতদুর জানা যায় তুর্কি সেলজুক খলিফারাই তাদের সৈন্যদের মদ খাওয়া থেকে নিবৃত্ত করার জন্য হাদীসের মাধ্যমে মদকে হারাম করে। এদের আগের উমাইয়া ও আব্বাসী খলিফারা যে মদ খেত তার ভুরি ভুরি প্রমান আছে।

Monday, October 11, 2010

মুহম্মদ ছঃ এর নিজের বা অন্য কারো ভালো বা ক্ষতি করার ক্ষমতা নেই

সুরা ইউনুস(১০) আয়াত ৪৯:
"তুমি বল, আল্লাহ যাহা চান তাহা ব্যতীত আমার নিজের ক্ষতি কিংবা ভালো করার ক্ষমতা আমার নেই। প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে নির্দিষ্ট আয়ুষ্কাল। যখন তাদের সময় শেষ হয়ে যাবে , তখন তারা তা এক ঘন্টার জন্যেও পিছাতেও পারবেনা বা এগিয়ে আনতেও পারবে না।"

সুরা আল-জিন(৭২) আয়াত ২১
"বলুন: আমার ক্ষমতা নেই তোমাদের ক্ষতি করার বা সুপথে আনার।"

সুরা আল-আহযাব(৩৩) আয়াত ৫৬

আগের এক ব্লগে এক পাঠক এই উদ্ধৃতি টি পাঠিয়েছিলেন, "সুরা আহযাবের ৫৬-৫৭ নং আয়াত দ্বয়ে বলা হয়েছে ফেরেশতাগণ তো বটেই স্বয়ং আল্লাহপাক আমাদের রাসুল(সাঃ) এর নামে দরুদ পাঠ করেন।" উপরোক্ত 

আয়াতটিকে যথেচ্ছ অপব্যবহার করে আমাদের রসূল কে মহামানব এবং শ্রেষ্ঠ রসূলের মর্যাদা দিয়ে তার প্রশংসায় আমরা এমনই পঙ্চমুখ হয়ে উঠি যে, আমরা ভুলে যাই , "সকল প্রশংসা আল্লাহর জন্য।" إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا 'য়ুসাল্লুনা, সাল্লু' (একই শব্দের বিভিন্ন রূপ, যেমন বাংলায় করি, করে, কর) শব্দের মানে করা হয়েছে 'দরুদ পাঠ করা'। যদিও শব্দার্থটি ভুল, তবুও আলোচনার খাতিরে মেনে নিলাম মানে ঠিকই আছে। 

 দরুদ কি? দরুদ হচ্ছে একটি দোয়া। (" আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদেও অলা আলে মুহাম্মাদেন , কামা ছাল্লায়তা আলা ইব্রাহিমা -----) মানে, হে আল্লাহ, মুহাম্মদ ও তার পরিবারের প্রতি দরুদ(সল্লে) পাঠাও , যেমন ইব্রাহিম ও তার পরিবারের প্রতি পাঠাতে,-.। তাহলে দরুদ কি, কিছু কি পরিস্কার হোল এই দোয়া থেকে, যা আমরা প্রতিনিয়ত পাঠিয়ে চলেছি রসূল এর প্রতি। 

আল্লাহ ও তার ফেরেশতাগন এই দরুদ পাঠান, মানে আল্লাহ নিজেই নিজের কাছে দোয়া করেন, মানে হয় কিছু? 

উপরন্তু এই দরুদ কিন্তু কোরানের কোথাও পাবেননা। এটা মানব রচিত যা আমরা প্রতিনিয়ত প্রতি নামাজের শেষে পাঠ করে চলেছি। জ্ঞানীজনরা বলে থাকেন কোন আয়াতের মানে বুঝতে হলে পুরা সুরা পড়া উচিৎ। আপনি যদি পুরা সুরা পড়েন তবে দেখবেন, আল্লাহ, রসূল এর জীবদ্দশায় তার নিজের, তার পত্নীগণের ও তার সঙ্গী বিশ্বাসীদের কর্তব্য কর্মের বিধান দিয়েছেন এই সুরায়। 'য়ুসাল্লুনা' মানে হবে সাহায্য করা (support). কিভাবে বুঝলাম? এই সুরার ৪৩ নং আয়াত পড়ুন, "আল্লাহ ও তার ফেরেশতাগণ তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করতে সাহায্য (য়ুসাল্লি, একই শব্দ ব্যবহার করা হয়েছে) করেন।" এখন য়ুসাল্লি মানে যদি হয় দরুদ পাঠানো , তাহলে প্রতিটি ঈমানদারের প্রতি ৪৩ নং আয়াত অনুযায়ী সকাল সন্ধ্যা দরুদ পাঠাতে হবে।

Sunday, October 10, 2010

কোরান মানেসহ পড়া কেনো জরুরী?

বিশ্বব্যপী এখনকার মুসলমানদের মধ্যে বহু ভ্রান্ত বিশ্বাস বিদ্যমান , বিশেষকরে বাংলাদেশের মুসলমানের মধ্যে এটা আরো বেশি প্রকট।এর একমাত্র কারন হোলো কোরানের মানে না বুঝে পড়া। এখন বাংলায় বিভিন্ন লেখকের অনুবাদ পাওয়া যায়। যার যেটা পছন্দ সেটা পড়তে পারেন, তবে যারা একটু কষ্ট করতে আগ্রহী, তারা যদি বিভিন্ন লেখকের অনুবাদ পড়েন ,তবে মোটামুটি নিরপেক্ষ ধারনা পাবেন।

কোরানের শুরুতেই আল্লাহ বলেছেন, সুঃ বাকারাহ আঃ ২
"এ সেই বই যাতে কোন সন্দেহ নেই, আল্লাহভীরুদের (মুত্তাকিন) জন্য পথনির্দেশক।"
সুতরাং সঠিক রাস্তা জানতে হলে কোরান পড়তেই হবে , এর কোন বিকল্প নেই।

আমাদের দেশে অনেকেই কোরান পড়েন ছওয়াবের আশায়, কিন্তু মানে বোঝেন না।
সুঃ আল জুমআহ(৬২) আঃ ৫
"যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা তা অনুসরন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা যে পুস্তক বহন করে। যারা আল্লাহর আয়াতসমুহকে মিথ্যা বলে , তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।"

মুহম্মদ ছঃ এর আগমনের পর থেকে গত ১৪০০ বছর যদি কোন বই সন্দেহাতীত ভাবে অবিকৃত থেকে থাকে, সেটা কোরান। সুঃ হিজর(১৫) আঃ ৯
"আমি স্বয়ং এ উপদেশগ্রন্থ অবতারন করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।"

সতরাং মনের মাধুরি মিশিয়ে লেখা ও বলা বক্তব্য থেকে যদি সত্য কেউ জানতে চায়, তবে কোরান পড়ার বিকল্প নেই।

ডাঃ জাকির নায়েককে খোলা চিঠি

ডা: জাকির নায়েক,
আসসালামু আলায়কুম। আপনার লেকচার ও ডিবেট শুনতে এবং আপনার লেখা বই পড়তে ভালই লাগে। আমি সুযোগ পেলেই peace tv তে আপনার লেকচার ও ডিবেট শুনি ও উপভোগ করি। আপনার বিভিন্ন ঐশী গ্র্ন্থের উপর জ্ঞাণ অভুতপুর্ব (fantastic)। একারনে আমার মনে হয় আপনি আরো বেশি কার্যকর হতেন, যদি আপনি বিভিন্ন ধর্মের অনুসারিদেরকে তাদের নিজ নিজ ঐশী গ্র্ন্থ (scripture) অনুযায়ি মহান সৃষ্টিকর্তার (creator: Allah, God, Yahweh,ভগবাণ ….by whatever name they call the Craeator of the universes and all including, seen or unseen) নিকট সর্বান্তকরনে (totally by their heart and soul ) নিযেকে নিবেদিত করিতে এবং একমাত্র তাকে (only HIM) এবং তাকে ব্যতিত বা তাহার সহিত অন্য কাহাকেও উপাসনা না করার পরামর্শ দিতেন। কোরান অনুযায়ি এরাই তো সত্যিকার মুসলমান। ইব্রাহিম, লুৎ এবং অন্যান্য রসুলদের অনুসারিদেরকে কোরানে মুসলমান নামেই অভিহিত করা হইয়াছে। আজকের মুসলমানদের আমরা খুব বেশি হলে মুহাম্মদ ছঃ এর হাদিস অনুসারি (sunni),আলি রাঃ এর অনুসারি (shia), socalled পির, অলি বা মাযহাবের অনুসারি হিসাবে দেখিতে পাই। আমার ভয় হয় এদের বেশিরভাগই আল্লাহর সহিত শিরক এ নিয়োযিত।তাদের আশা এইসকল পির, অলি বা পয়গম্বরদের মাধ্যমে (শাফায়াৎ) তারা আল্লাহর্ নৈকট্ট লাভ করিবে , বা ক্ষমাপ্রাপ্ত হইবে বা সকল জাগতিক আশা পুর্ণ হইবে।
সুঃ আল-যুমার 39:3] Absolutely, the religion shall be devoted to GOD alone. Those who set up idols(awlia ,as written in quran) beside Him say, "We idolize them only to bring us closer to GOD; for they are in a better position!" GOD will judge them regarding their disputes. GOD does not guide such liars, disbelievers.

আপনার ডিবেটে আপনি অন্য ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেয়ে অন্য ধর্মকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। যার ফলে মানুষের সহজাত ঈর্ষা ও ইগোর (ego) কারনে তারা ইসলাম গ্রহণ না করে আরো দুরে সরে যায়। আসলেই কি ইসলামের সাথে অন্যান্য ধর্মের মূলগত কোন পার্থক্য আছে ? পার্থক্য যা আছে তা মানুষের ই সৃষ্টি।
42:13] He decreed for you the same religion decreed for Noah, and what we inspired to you, and what we decreed for Abraham, Moses, and Jesus: "You shall uphold this one religion, and do not divide it." The idol worshipers will greatly resent what you invite them to do. GOD redeems to Himself whomever He wills; He guides to Himself only those who totally submit. সুঃ আশ-শুরা , আঃ ১৩
তিনি তোমাদের জন্য সেই একই দ্বীণ (ধর্ম) নির্ধারন করেছেন, যা নূহ আঃ এর জন্য করেছিলেন এবং যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি ও যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম আঃ, মূসা আঃ ও ঈসা আঃ কে এই মর্মে যে , "তোমরা দ্বীণকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না।"

41:43] What is said to you is precisely what was said to the previous messengers. Your Lord possesses forgiveness, and He also possesses painful retribution. সুঃ হা-মীম , আঃ ৪৩
আপনাকে ঠিক্ ঠিক্ তাই বলা হয় , যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে।

21:25] We did not send any messenger before you except with the inspiration: "There is no god except Me; you shall worship Me alone."
সুঃ আম্বিয়া , আঃ ২৫
আপনার পূর্বে আমি যে রসুলই প্রেরন করেছি , তাকে একই অহী পাঠিয়েছি: "আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই , সুতরাং আমারই উপাসনা কর।"

মুসলমান হওয়া কি জরুরী ?

[2:62] Surely, those who believe, those who are Jewish, the Christians, and the converts(Sabains); anyone who (1) believes in GOD, and (2) believes in the Last Day, and (3) leads a righteous life, will receive their recompense from their Lord. They have nothing to fear, nor will they grieve. সুঃ বাকারা আঃ ৬২
নিঃসন্দেহে যারা বিশ্বাসী , যারা ইহুদী , খৃষ্টান ও সাবেঈন , এদের মধ্যে যারা আল্লাহ ই বিশ্বাস করে , পরকালে বিশ্বাস করে ও সৎ কাজ করে , তাদের জন্য রয়েছে পুরস্কার তার পালনকর্তার কাছে।তাদের কোন ভয় ও নেই এবং তাদের দুঃখ ও করা লাগবে না।

একই আয়াত কোরানের আরো এক জায়গায় আছে , সুরা আল মায়দাহ(৫) আয়াত ৬৯

অমুসলিমদের মুসলিম হওয়ার জন্য দাওয়াৎ দেয়ার প্রয়োজন আছে কি ? যেখানে আল্লাহ চাননি সকল মানুষ একই ধর্মের আনুসারী হোক।
16:93] Had GOD willed, He could have made you one congregation. But He sends astray whoever chooses to go astray, and He guides whoever wishes to be guided. You will surely be asked about everything you have done. সুঃ নাহল আঃ ৯৩
যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন।
12:103] Most people, no matter what you do, will not believe.
সুঃ ইউসুফ আঃ ১০৩
আপনি যতই চেষ্টা করুন না কেনো , বেশিরভাগ লোক বিশ্বাস আনবে না।
11:118] Had your Lord willed, all the people would have been one congregation (of believers). But they will always dispute (the truth).

10:99] Had your Lord willed, all the people on earth would have believed. Do you want to force the people to become believers?
সুঃ ইউনুস আঃ ৯৯
আপনার প্রভু চাইলে দুনিয়ায় যত লোক আছে প্রত্যেকেই বিশ্বাসী হতো। তুমি কি মানুষকে জবরদস্তী করে বিশ্বসী বানাতে চাও ?

7:186] Whomever GOD commits to straying, there is no way for anyone to guide him. He leaves them in their sins, blundering.

24:21] O you who believe, do not follow the steps of Satan. Anyone who follows the steps of Satan should know that he advocates evil and vice. If it were not for GOD's grace towards you, and His mercy, none of you would have been purified. But GOD purifies whomever He wills. GOD is Hearer, Knower.

5:48] Then we revealed to you this scripture, truthfully, confirming previous scriptures, and superseding them. You shall rule among them in accordance with GOD's revelations, and do not follow their wishes if they differ from the truth that came to you. For each of you, we have decreed laws and different rites. Had GOD willed, He could have made you one congregation. But He thus puts you to the test through the revelations He has given each of you. You shall compete in righteousness. To GOD is your final destiny - all of you - then He will inform you of everything you had disputed.
আমি তোমাদের প্রত্যেককের জন্য আইন ও পথ নির্দেশ করেছি। ..... তোমরা ভালো সৎ কাজে প্রতিযোগিতা কর।

উপরের আয়াতগুলো থেকে কি এটাই প্রমানিত হয় না যে , আল্লাহ চান বিভিন্ন ধর্মের মানুষ হিংসা দ্বেষ ভুলে একে অপরের সাথে সৎ কাজে , ভালো কাজে প্রতিযোগিতা করে।

Friday, October 8, 2010

ইসলাম শ্রেষ্ঠ ধর্ম!! কেন?

আরুজ আলি মাতুব্বরের অভিযোগ , সকল ধর্মের অনুসারীরা দাবী করে , তাদের নিজ নিজ ধর্ম শ্রেষ্ঠ। আমরা মুসলমানেরা তো আরো জোরেশোরেই এই দাবীটি করে থাকি। শুধু দাবীই করিনা , ধর্মের জন্য জীবণ দিতে ও নিতে ও দ্বীধা করিনা। আজকের দুনিয়ায় একমাত্র মুসলমানেরাই শুধু ধর্মের জন্য জীবণ দিতে প্রস্তুত। জীবণ দিতে চাওয়া বা নেওয়ার মাধ্যমে নিশ্চয় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমান হয় না। আমাদের অনেকেই নিজদেশ বাংলাদেশের জন্য জীবণ দিতে প্রস্তুত বা বাংলা ভাষার জন্য জীবণ দিয়েছে। এর অর্থ কি এই যে , বাংলাদেশ বা বাংলা ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ বা ভাষা? নিশ্চয় নয়।

আমি নিজে প্রাক্টিসিং মুসলমান। সেকারনেই সকলসময় চিন্তা করি , এত কষ্ট করে যে ধর্মটি পালন করছি , সেটা সঠিক তো? খোদা না করুক যদি সারাজীবণ ভুল ধর্ম পালন করে থাকি , তাহলে তো মরার পরে শুধরানোর কোন উপায় বা সময় থাকবে না। এত যে কষ্ট করছি বা করেছি , সকলি বৃথা যাবে।

একারনেই নিজে অনেক গবেষনা করছি জানার জন্য , আসলেই কোন ধর্ম সঠিক বা শ্রেষ্ঠ। কোন কুল কিনারা পাচ্ছিনা। বর্তমানে প্রচলিত ইসলাম ও অন্যান্য ধর্মের মাঝে তেমন পার্থক্য চোখে পড়ছে না।

মুসলমান ভাইয়েরা , ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম , সেটা আমাকে বুঝতে কি একটু সাহায্য করবেন?
সকল মুসলমান ভাইদের কে আগাম ধন্যবাদ।

হালাল ও হারাম

কতবার এই কথাটি শুনেছেন: "এইটা হারাম , ঐটা হালাল!"

প্রতিটি মুসলমানকে প্রতিদিন না হলেও প্রায়-ই এই কথাগুলো কয়েকবার শোনা লাগে। আপনি এটা স্কুলে শুনবেন , টিভি তে শুনবেন , বাপ মার কাছে শুনবেন , মোল্লা মৌলভীর কাছে শুনবেন এবং এই ব্লগ ও পিছিয়ে নেই হালাল হারামের উপরে জ্ঞাণ দিতে।

হালাল হারাম নিয়ে বাঙালী মুসলমানদের খুতখুতানি অপরিসীম। তাইতো পৃথিবীর যে প্রান্তেই থাকুক চেষ্টা করে হালাল খাইতে। টিভিতে এমন প্রশ্নও শোনা যায়: "যে মাইক্রোওয়েভে শুয়োরের মাংস গরম করা হয়েছে, সেটাতে খাবার গরম করলে হালাল হবে কি না?"

হালাল ও হারাম শব্দ দুটি আরবি শব্দ এবং কোরানে বহুবার এই শব্দ দুটি ব্যাবহৃত হয়েছে। আল্লাহ যখন কোন কিছুকে(কার্য্য, খাদ্য, বস্তু) হারাম/নিষিদ্ধ করেন , তখন তা সকল মুসলমানের জন্য অবশ্য পালনীয়। কোন ওজর আপত্তি করার সুযোগ নেই। আল্লাহ ছাড়া আর কারো কোন কিছুকে হারাম ঘোষনা করার এখতিয়ার নেই।

১৬:১১৬ তোমাদের মুখ থেকে সাধারনতঃ যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বল না যে, এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, তাদের মঙ্গল হবে না।


আমাদের মোল্লা মৌলভীরা বা আমরা নিজেরাই কখনো কি চিন্তা করি , যেটাকে আমরা হালাল বা হারাম বলছি , সে ব্যাপারে কোরানিক নির্দেশ আছে কিনা। এমনকি আমাদের নবী মুহম্মদকে ও কোন কিছু হারাম ঘোষনা দেয়ার ক্ষমতা দেয়া হয়নি। একবার নিজের স্ত্রীদের খুশি করার জন্য হালালকে হারাম করার জন্য তিনি আল্লাহ কতৃক তিরষ্কৃত হয়েছেন।

৬৬:১ হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।


কোরানে পরিস্কার নির্দেশ দেয়া আছে হালাল ও হারাম কি কি। হারামের সংখ্যা খুব বেশি নয়। কোরানে যেগুলোকে হারাম বলা হয়েছে , সেগুলো বাদে আর সবকিছুই হালাল। এই ব্লগে অনেকের ধারনা কুকুরের মাংস হারাম , সে কারনে প্রায়-ই দেখি কুকুরের রোস্ট দিয়ে কাউকে খেতে বলা হচ্ছে। এটা ঠিক না। কুকুর যে হারাম , একথা কোরানের কোথাও লেখা নেই। এটা রুচীর ব্যাপার। রুচী হলে খাবে নইলে নয়, কিন্তু হারাম বলা যাবে না। যারা হারাম বলে তাদের জন্য -

১০:৫৯ বল, তোমরা কি দেখ না, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিযিক হিসাবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ। বল, তোমাদের কি এটা করতে আল্লাহ অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছ?


আর যারা সাজ সজ্জা , গান বাজনা , ভাস্কর্য ইত্যাদিকে হারাম বলে , তাদের জন্য -

৭:৩২ আপনি বলুনঃ আল্লাহর সাজ-সজ্জাকে, যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? আপনি বলুনঃ এসব নেয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটিভাবে তাদেরই জন্যে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে।


৩৪:১৩তারা সোলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউযসদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার! কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।


নবী সোলায়মানের জন্য যদি ভাস্কর্য হারাম না হয় , তো এখনো হারাম হওয়ার প্রশ্নই ওঠেনা।

Thursday, April 1, 2010

কোরান নিয়ে চিন্তা ভাবনা। দায়িত্ব কার? রসূলের ও আলেম ওলামাদের নাকি আমাদের সকলের?

"এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।৩৮:২৯"

"এরা কি লক্ষ্য করে না কোরানের প্রতি?....। “Why do they not study the Quran carefully?.....। ৪:৮২"

"তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ? ৪৭:২৪"

"অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? ২৩:৬৮

"তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শনাবলী এসে গেছে। অতএব, যে প্রত্যক্ষ করবে, সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে, সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের পর্যবেক্ষক নই। ৬:১০৪

"আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।When the Quran is recited, you shall listen to it and take heed, that you may attain mercy.৭:২০৪

"আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?" ৫৪:১৭

আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়ে বলুনতো , কোরান পড়ে চিন্তাভাবনা কে করবে? রসূল ও আলেম ওলামারাই কি আমাদের জন্য চিন্তা ভাবনা করে দেবেন? আল্লাহর নির্দেশ কি বলে!!