Sunday, October 10, 2010

ডাঃ জাকির নায়েককে খোলা চিঠি

ডা: জাকির নায়েক,
আসসালামু আলায়কুম। আপনার লেকচার ও ডিবেট শুনতে এবং আপনার লেখা বই পড়তে ভালই লাগে। আমি সুযোগ পেলেই peace tv তে আপনার লেকচার ও ডিবেট শুনি ও উপভোগ করি। আপনার বিভিন্ন ঐশী গ্র্ন্থের উপর জ্ঞাণ অভুতপুর্ব (fantastic)। একারনে আমার মনে হয় আপনি আরো বেশি কার্যকর হতেন, যদি আপনি বিভিন্ন ধর্মের অনুসারিদেরকে তাদের নিজ নিজ ঐশী গ্র্ন্থ (scripture) অনুযায়ি মহান সৃষ্টিকর্তার (creator: Allah, God, Yahweh,ভগবাণ ….by whatever name they call the Craeator of the universes and all including, seen or unseen) নিকট সর্বান্তকরনে (totally by their heart and soul ) নিযেকে নিবেদিত করিতে এবং একমাত্র তাকে (only HIM) এবং তাকে ব্যতিত বা তাহার সহিত অন্য কাহাকেও উপাসনা না করার পরামর্শ দিতেন। কোরান অনুযায়ি এরাই তো সত্যিকার মুসলমান। ইব্রাহিম, লুৎ এবং অন্যান্য রসুলদের অনুসারিদেরকে কোরানে মুসলমান নামেই অভিহিত করা হইয়াছে। আজকের মুসলমানদের আমরা খুব বেশি হলে মুহাম্মদ ছঃ এর হাদিস অনুসারি (sunni),আলি রাঃ এর অনুসারি (shia), socalled পির, অলি বা মাযহাবের অনুসারি হিসাবে দেখিতে পাই। আমার ভয় হয় এদের বেশিরভাগই আল্লাহর সহিত শিরক এ নিয়োযিত।তাদের আশা এইসকল পির, অলি বা পয়গম্বরদের মাধ্যমে (শাফায়াৎ) তারা আল্লাহর্ নৈকট্ট লাভ করিবে , বা ক্ষমাপ্রাপ্ত হইবে বা সকল জাগতিক আশা পুর্ণ হইবে।
সুঃ আল-যুমার 39:3] Absolutely, the religion shall be devoted to GOD alone. Those who set up idols(awlia ,as written in quran) beside Him say, "We idolize them only to bring us closer to GOD; for they are in a better position!" GOD will judge them regarding their disputes. GOD does not guide such liars, disbelievers.

আপনার ডিবেটে আপনি অন্য ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেয়ে অন্য ধর্মকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। যার ফলে মানুষের সহজাত ঈর্ষা ও ইগোর (ego) কারনে তারা ইসলাম গ্রহণ না করে আরো দুরে সরে যায়। আসলেই কি ইসলামের সাথে অন্যান্য ধর্মের মূলগত কোন পার্থক্য আছে ? পার্থক্য যা আছে তা মানুষের ই সৃষ্টি।
42:13] He decreed for you the same religion decreed for Noah, and what we inspired to you, and what we decreed for Abraham, Moses, and Jesus: "You shall uphold this one religion, and do not divide it." The idol worshipers will greatly resent what you invite them to do. GOD redeems to Himself whomever He wills; He guides to Himself only those who totally submit. সুঃ আশ-শুরা , আঃ ১৩
তিনি তোমাদের জন্য সেই একই দ্বীণ (ধর্ম) নির্ধারন করেছেন, যা নূহ আঃ এর জন্য করেছিলেন এবং যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি ও যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম আঃ, মূসা আঃ ও ঈসা আঃ কে এই মর্মে যে , "তোমরা দ্বীণকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না।"

41:43] What is said to you is precisely what was said to the previous messengers. Your Lord possesses forgiveness, and He also possesses painful retribution. সুঃ হা-মীম , আঃ ৪৩
আপনাকে ঠিক্ ঠিক্ তাই বলা হয় , যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে।

21:25] We did not send any messenger before you except with the inspiration: "There is no god except Me; you shall worship Me alone."
সুঃ আম্বিয়া , আঃ ২৫
আপনার পূর্বে আমি যে রসুলই প্রেরন করেছি , তাকে একই অহী পাঠিয়েছি: "আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই , সুতরাং আমারই উপাসনা কর।"

মুসলমান হওয়া কি জরুরী ?

[2:62] Surely, those who believe, those who are Jewish, the Christians, and the converts(Sabains); anyone who (1) believes in GOD, and (2) believes in the Last Day, and (3) leads a righteous life, will receive their recompense from their Lord. They have nothing to fear, nor will they grieve. সুঃ বাকারা আঃ ৬২
নিঃসন্দেহে যারা বিশ্বাসী , যারা ইহুদী , খৃষ্টান ও সাবেঈন , এদের মধ্যে যারা আল্লাহ ই বিশ্বাস করে , পরকালে বিশ্বাস করে ও সৎ কাজ করে , তাদের জন্য রয়েছে পুরস্কার তার পালনকর্তার কাছে।তাদের কোন ভয় ও নেই এবং তাদের দুঃখ ও করা লাগবে না।

একই আয়াত কোরানের আরো এক জায়গায় আছে , সুরা আল মায়দাহ(৫) আয়াত ৬৯

অমুসলিমদের মুসলিম হওয়ার জন্য দাওয়াৎ দেয়ার প্রয়োজন আছে কি ? যেখানে আল্লাহ চাননি সকল মানুষ একই ধর্মের আনুসারী হোক।
16:93] Had GOD willed, He could have made you one congregation. But He sends astray whoever chooses to go astray, and He guides whoever wishes to be guided. You will surely be asked about everything you have done. সুঃ নাহল আঃ ৯৩
যদি আল্লাহ চাইতেন তবে তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতেন।
12:103] Most people, no matter what you do, will not believe.
সুঃ ইউসুফ আঃ ১০৩
আপনি যতই চেষ্টা করুন না কেনো , বেশিরভাগ লোক বিশ্বাস আনবে না।
11:118] Had your Lord willed, all the people would have been one congregation (of believers). But they will always dispute (the truth).

10:99] Had your Lord willed, all the people on earth would have believed. Do you want to force the people to become believers?
সুঃ ইউনুস আঃ ৯৯
আপনার প্রভু চাইলে দুনিয়ায় যত লোক আছে প্রত্যেকেই বিশ্বাসী হতো। তুমি কি মানুষকে জবরদস্তী করে বিশ্বসী বানাতে চাও ?

7:186] Whomever GOD commits to straying, there is no way for anyone to guide him. He leaves them in their sins, blundering.

24:21] O you who believe, do not follow the steps of Satan. Anyone who follows the steps of Satan should know that he advocates evil and vice. If it were not for GOD's grace towards you, and His mercy, none of you would have been purified. But GOD purifies whomever He wills. GOD is Hearer, Knower.

5:48] Then we revealed to you this scripture, truthfully, confirming previous scriptures, and superseding them. You shall rule among them in accordance with GOD's revelations, and do not follow their wishes if they differ from the truth that came to you. For each of you, we have decreed laws and different rites. Had GOD willed, He could have made you one congregation. But He thus puts you to the test through the revelations He has given each of you. You shall compete in righteousness. To GOD is your final destiny - all of you - then He will inform you of everything you had disputed.
আমি তোমাদের প্রত্যেককের জন্য আইন ও পথ নির্দেশ করেছি। ..... তোমরা ভালো সৎ কাজে প্রতিযোগিতা কর।

উপরের আয়াতগুলো থেকে কি এটাই প্রমানিত হয় না যে , আল্লাহ চান বিভিন্ন ধর্মের মানুষ হিংসা দ্বেষ ভুলে একে অপরের সাথে সৎ কাজে , ভালো কাজে প্রতিযোগিতা করে।

No comments:

Post a Comment