Sunday, October 10, 2010

কোরান মানেসহ পড়া কেনো জরুরী?

বিশ্বব্যপী এখনকার মুসলমানদের মধ্যে বহু ভ্রান্ত বিশ্বাস বিদ্যমান , বিশেষকরে বাংলাদেশের মুসলমানের মধ্যে এটা আরো বেশি প্রকট।এর একমাত্র কারন হোলো কোরানের মানে না বুঝে পড়া। এখন বাংলায় বিভিন্ন লেখকের অনুবাদ পাওয়া যায়। যার যেটা পছন্দ সেটা পড়তে পারেন, তবে যারা একটু কষ্ট করতে আগ্রহী, তারা যদি বিভিন্ন লেখকের অনুবাদ পড়েন ,তবে মোটামুটি নিরপেক্ষ ধারনা পাবেন।

কোরানের শুরুতেই আল্লাহ বলেছেন, সুঃ বাকারাহ আঃ ২
"এ সেই বই যাতে কোন সন্দেহ নেই, আল্লাহভীরুদের (মুত্তাকিন) জন্য পথনির্দেশক।"
সুতরাং সঠিক রাস্তা জানতে হলে কোরান পড়তেই হবে , এর কোন বিকল্প নেই।

আমাদের দেশে অনেকেই কোরান পড়েন ছওয়াবের আশায়, কিন্তু মানে বোঝেন না।
সুঃ আল জুমআহ(৬২) আঃ ৫
"যাদেরকে তওরাত দেয়া হয়েছিল, অতঃপর তারা তা অনুসরন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা যে পুস্তক বহন করে। যারা আল্লাহর আয়াতসমুহকে মিথ্যা বলে , তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।"

মুহম্মদ ছঃ এর আগমনের পর থেকে গত ১৪০০ বছর যদি কোন বই সন্দেহাতীত ভাবে অবিকৃত থেকে থাকে, সেটা কোরান। সুঃ হিজর(১৫) আঃ ৯
"আমি স্বয়ং এ উপদেশগ্রন্থ অবতারন করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।"

সতরাং মনের মাধুরি মিশিয়ে লেখা ও বলা বক্তব্য থেকে যদি সত্য কেউ জানতে চায়, তবে কোরান পড়ার বিকল্প নেই।

No comments:

Post a Comment