Thursday, May 13, 2021

যাকাতের পরিমান

 মুত্তাকি কারা? তারাই যারা তাদের রিজিক থেকে ব্যায় করে। (وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ)


কতটুকু ব্যায় করবে?


 2:219 وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

আর তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও, নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্যে নির্দেশ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পার।


এর থেকে সুস্পষ্ট বর্ণনা আর কি হতে পারে? আমরা যারা শুধু কোরান মেনে  চলি বলে দাবী করি , তারা এখনও হাদিসের ভূত মাথা থেকে ঝাড়তে পারিনি। যেকারনে নামাজ রোজা হজ্জ যাকাত এর নিয়ম কোরান থেকে যার যার মতো খুজে বের করার চেষ্টা করি এবং যার যার মতো খুজেও বের করি। অনেকটা  নিজের মাপে জামা না বানিয়ে যতটুকু কাপড় আছে তা দিয়েই জামা বানানোর মতো, তা সে জামা গায়ে লাগুক বা না লাগুক। 


আগের পোস্টে যাকাত নিয়ে অনেক আলোচনা ও বিশ্লেষন পড়লাম। কোরান তো সহজ , আল্লাহ তো পরিস্কার বলে দিতেই পারতেন যাকাত 20% বা 2.5%। উনি বলেন নি , কারন উনি পরিস্কার বলেই দিয়েছেন নিজেদের প্রয়োজনের অতিরিক্ত ব্যায় কর। এখন কেউ আমরা গনীমতের হুকুমকে যাকাতের হুকুম বানাচ্ছি, কেউ আনফাল , কেঊ সাদাকা..... কারন হাদিসের ভূত আমাদের মাথায় আছে। ইহুদিদের গরু কুরবানির কথা মনে আছে? যেখানে তারা যেকোন গরু কুরবানি করলেই পারত , তা না গরুর রঙ কি হবে , বয়স কত, চাষের যোগ্য কিনা ইত্যাদি প্রশ্ন করে বিষয়টাকে কিভাবে জটিল করে তুলেছিল।

No comments:

Post a Comment