(৩)
ও আল্লাহ আমাদের সোজা রাস্তা দেখাও
মনে রাখা দরকার আল্লাহ কোরানে নিজেই নিজের বর্ণনা দিয়েছেন যে , তিনিই সত্য এবং কোরানকে সত্য সহকারে নাযিল করেছেন। কোরানই সত্য।
"অতএব, এই আল্লাহই তোমাদের পালনকর্তা , সত্য। আর সত্যের পরে কি রয়েছে গোমরাহী ছাড়া? সুতরাং কোথায় ঘুরছ? ১০:৩২" এবং "এটাই প্রমাণ যে, আল্লাহ-ই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের ডাকে (يَدْعُونَ) সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ, মহান। ৩১:৩০"
সত্য সহকারে কোরান নাযিল হওয়া প্রসঙ্গে আল্লাহ বলেন , " আমি সত্যসহ এ কোরআন নাযিল করেছি এবং সত্য সহ এটা নাযিল হয়েছে। আমি তো আপনাকে শুধু সুসংবাদাতা ও ভয়প্রদর্শক করেই প্রেরণ করেছি। ১৭:১০৫" কোরানই যে সত্য , তার বর্ণনা সর্বশক্তিমান এভাবে দিয়েছেন , "আমি আপনার প্রতি যে কিতাব প্রত্যাদেশ করেছি, তা সত্য-পূর্ববর্তী কিতাবের সত্যায়ন কারী নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সব জানেন, দেখেন। ৩৫:৩১" এবং "নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ। আর এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই। আর আল্লাহ; তিনিই হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ। ৩:৬২"
শুধু সত্যই নয় , আল্লাহ কোরানকে ধ্রুব সত্য/ পরম সত্য হিসাবে বর্ণনা করেছেন।
"এটা ধ্রুব সত্য। ৫৬:৯৫"
"নিশ্চয় এটা নিশ্চিত সত্য। ৬৯:৫১"
No comments:
Post a Comment