(৬)
- আল্লাহর সমান যেমন কেউ নয় , তেমনি কোন মানুষের লিখিত বা সংগৃহিত বই কোরানের সমান নয়
আল্লাহ নিজের সম্পর্কে বলেন , "তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে যুগল সৃষ্টি করেছেন এবং চতুস্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তাঁর অনুরুপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।৪২:১১"
আল্লাহ তাঁর বই কোরান সম্পর্কে বলেন , "বলুনঃ যদি মানব ও জ্বিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্যে জড়ো হয়, এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না"১৭:৮৮" এর অর্থ দাড়ায় আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন যে কোন মানুষের লেখা বই কখনোই কোরানের সমান হতে পারবে না।
"বলুন, তিনি আল্লাহ, এক,.........এবং তার সমতুল্য কেউ নেই।১১২:১,৪"
"এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস।"২:২৩"
"মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক"১০:38"
No comments:
Post a Comment