আপনার সন্তানকে নামাজ পড়া নয়, তাকে শেখান অভাবীকে খাবার দিতে।
কেন?
তাহলে আপনি আপনার সন্তানকে সাকার থেকে বাচাতে পারবেন।
কুরআন থেকে নিচের আয়াতটি পড়েন.......
"তুমি কি জানো 'সাকার' কি? সাকার হচ্ছে এমন জাহান্নাম, যার আগুন মরতেও দেবেনা, বাঁচতেও দেবেনা। দেহের চামড়া ঝলসাবে শুধু।"[মুদ্দাসির:২৭-২৯]
যখন অপরাধীদের জিজ্ঞাসা করা হবে কী কারণে তাদেরকে সাকারে নিক্ষেপ করা হলো,তারা বলবে-
"অপরাধীদের সম্পর্কে বলবেঃ তোমাদেরকে কিসে সাকারে নীত করেছে? তারা বলবেঃ আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। অভাবীদের খাবার দিতাম না। আমরা অবান্তর আজেবাজে কথায় লিপ্ত থাকতাম। আর কর্মফল দিবসকে অস্বীকার করতাম। মৃত্যুর আগ পর্যন্ত আমরা বিভ্রান্তিতেই নিমজ্জিত ছিলাম।"
[মুদ্দাসসির: ৪১-৪৭]
N.B- মুসল্লি হল তারাই , যারা কুরআনে আল্লাহ যা করার আদেশ দিয়েছেন তা করে , আর যা নিষেধ করেছেন তা করে না। মুসল্লি মানে নামাজ পড়ুয়া নয় , যেমনটি হুজুররা দাবী করে থাকে।