Saturday, February 8, 2025

জানেন কি , কাদের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না?


সূরা আল ইমরান ৩:৭৭ "যারা আল্লাহর অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মুল্যে বিক্রয় করে, আখেরাতে তাদের কোন অংশ নেই। আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। তাদের প্রতি (করুণার) দৃষ্টিও দেবেন না। আর তাদেরকে পরিশুদ্ধও করবেন না। বস্তুতঃ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।"


এরা তারাই , যারা আল্লাহর অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মুল্যে বিক্রয় করে। কারা এরা? আমরা সাধারন মুসসলমানরা তো জানিইনা আল্লাহর অঙ্গীকার এবং প্রতিজ্ঞা , বেচা তো পরের কথা। জানতে হলে তো কুরআন বুঝে পড়া লাগবে , যে কাজটা আজকের মুসলমানরা করে না। এই সুযোগটাই নিয়েছে একদল ধর্ম ব্যাবসায়ী , যারা ধর্মের ওয়াজ মাহফিল করে , মসজিদে ইমামতি করে খুতবার মাধ্যমে আল্লাহ যা বলেননি সেগুলোকেই আল্লাহর অঙ্গীকার এবং প্রতিজ্ঞা বলে বিক্রি করছে। পরের আয়াতেই আল্লাহ এই লোকদের পরিচয় দিয়েছেন। এরা যে কিতাব থেকে পাঠ করে তা কুরআন নয়। এগুলো বানোয়াট সহীহ সিত্তার হাদিসের বই , খুতবার বই ইত্যাদি। এরা বলে নামাজ বেহেশতের চাবি , নবীর শাফায়াত ছাড়া কেউ বেহেশতে যাবে না , এই দোয়া পড়লে সমুদ্রের ফেনা পরিমান গুনাহ মাফ হয়ে যাবে , কাল পাথরে চুমু দিলে নিষ্পাপ হয়ে যাবে ইত্যাদি এগুলো আল্লাহর তরফ থেকে কিন্তু এগুলো আল্লাহর তরফ থেকে নয়। 


৩:৭৮ "আর তাদের মধ্যে একদল রয়েছে, যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে কর যে, তার কিতাব থেকেই পাঠ করছে। অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়। এবং তারা বলে যে, এসব কথা আল্লাহর তরফ থেকে আগত। অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়। তারা বলে যে, এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে।"


আলেম উলামা , ওয়াজীনে কারাম ও মোল্লা মৌলভি ধর্ম ব্যাবসায়ীগণ আল্লাহকে ভয় করুন। 




No comments:

Post a Comment