Thursday, January 23, 2025

জানেন কি আল্লাহ কাদের ভালবাসেন?

 যারা এই শীতের ভোরে লেপের ভিতরের উষ্ণ গরম থেকে অতিকষ্টে বেরিয়ে ঠান্ডা পানিতে ওজু করে ঠকঠক করে কাপতে কাপতে মসজিদে দৌড়াচ্ছেন ফজর নামাজ ধরার জন্য , আর ভাবছেন আল্লাহ এমন লোকদেরকেই ভালবাসেন , এদেরকেই আল্লাহ জান্নাতের চাবি দিবেন। তাহলে ভুল ভাবছেন এবং ভুল ওয়াজ শুনেছেন। এমন লোকদের ভালবাসার কথা কুরআনে বলা নেই। নামাজ জান্নাতের চাবি - এটা শয়তানের ওয়াদা , আল্লাহর নয়। 


আল্লাহ কাদের ভালবাসেন? জানতে হলে পড়ুন-


"নিশ্চয় আল্লাহ্ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।"

(সূরা মায়িদাহ ৫: ৪২)


"আর যারা সবর করে আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন।"

(সূরা আলে ইমরান ৩: ১৪৬)


"অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ্ ভরসাকারীদের ভালোবাসেন।"

(সূরা আলে ইমরান ৩: ১৫৯)

No comments:

Post a Comment