যারা এই শীতের ভোরে লেপের ভিতরের উষ্ণ গরম থেকে অতিকষ্টে বেরিয়ে ঠান্ডা পানিতে ওজু করে ঠকঠক করে কাপতে কাপতে মসজিদে দৌড়াচ্ছেন ফজর নামাজ ধরার জন্য , আর ভাবছেন আল্লাহ এমন লোকদেরকেই ভালবাসেন , এদেরকেই আল্লাহ জান্নাতের চাবি দিবেন। তাহলে ভুল ভাবছেন এবং ভুল ওয়াজ শুনেছেন। এমন লোকদের ভালবাসার কথা কুরআনে বলা নেই। নামাজ জান্নাতের চাবি - এটা শয়তানের ওয়াদা , আল্লাহর নয়।
আল্লাহ কাদের ভালবাসেন? জানতে হলে পড়ুন-
"নিশ্চয় আল্লাহ্ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।"
(সূরা মায়িদাহ ৫: ৪২)
"আর যারা সবর করে আল্লাহ্ তাদেরকে ভালোবাসেন।"
(সূরা আলে ইমরান ৩: ১৪৬)
"অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ্ ভরসাকারীদের ভালোবাসেন।"
(সূরা আলে ইমরান ৩: ১৫৯)
No comments:
Post a Comment