পরকালে মুক্তির সাথে আত্মশুদ্ধি যাকে আরবিতে বলে 'আতু যাকাত' অঙ্গাঙ্গীভাবে জড়িত। কুরআনে বারে বারে 'আকিমুস সালাতে'র সাথে 'আতু যাকাত' বলে আল্লাহ আমাদের শুদ্ধ হওয়ার আদেশ করেছেন , উপদেশ দিয়েছেন। আল্লাহর সকল বিধান মানার (আকিমুস সালাত) মাধ্যমেই আমরা নিজেদের শুদ্ধ করতে পারি। নামাজ পড়ে নয় বা হজ্ব করেতো নয়ই।
আত্ম শুদ্ধির প্রথম করনীয় হল অপরকে শুদ্ধ করার চেষ্টা না করা। এ কাজটি বাস্তবিকই কঠিন। নিজের থেকে অন্যকে শুদ্ধ করার চেষ্টায় আমাদের আগ্রহ বেশি। একারনে আল্লাহ বলেছেন:
২:৪৪ "তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভূলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ কর? তবুও কি তোমরা চিন্তা কর না?"
নিজের জন্য পরকালে কি অপেক্ষা করছে সেটা না জানলেও অপরের চিন্তায় আমরা বেশি চিন্তিত। নিজে শুদ্ধ হই , নিজের চিন্তা করি। এমনটি আল্লাহর উপদেশ বলতে পারেন , নির্দেশ ও বলতে পারেন। পড়ুন-
৫:১০৫ হে মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা কর। তোমরা যখন সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোন ক্ষতি নাই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে বলে দেবেন, যা কিছু তোমরা করতে।
No comments:
Post a Comment