Wednesday, April 27, 2022

আখেরাতে ক্ষতিগ্রস্থ


শেষ দিনে ক্ষতিগ্রস্থ তারাই যারা জাহান্নামে তাদের আত্মা হারিয়েছে: ". জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন, অপমানে অবনত এবং অর্ধ নিমীলিত দৃষ্টিতে তাকায়। মুমিনরা বলবে, কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই, যারা নিজেদের ও তাদের পরিবার-পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখ, পাপাচারীরা স্থায়ী আযাবে থাকবে।" (৪২:৪৫); "অতএব, তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার এবাদত কর। বলুন, কেয়ামতের দিন তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবে, যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখ, এটাই সুস্পষ্ট ক্ষতি।" (৩৯:১৫)।


ক্ষতিগ্রস্থদের মধ্যে সবচেয়ে খারাপ ধরনের হল পার্থিব, মনুষ্যসৃষ্ট, বানোয়াট ধর্মের সেই সমস্ত মোল্লা /ইমাম , যারা আল্লাহর নামে ,রাসুলের নামে  মিথ্যা প্রচার করে এবং মানুষকে তাঁর পথ (অর্থাৎ কোরান) থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ  কোরানে বলেছেন: "এরা সে লোক, যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যা উদ্ভাবন করেছিল তা তাদের কাছ থেকে দূরে সরে গেছে। নিঃসন্দেহে, পরকালে তারাই হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ।" (১১:২১-২২)।

No comments:

Post a Comment