সামনেই রোজার মাস। আর কিছুদিন পরে বিশ্বের মুসলমানরা রোজা রাখা শুরু করবে অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে উপবাস থাকবে। কখন , কতক্ষন এবং কতদিন রোজা রাখতে হবে সে বিতর্কে না যেয়ে আজ পর্যালোচনা করব সেই আয়াতটি নিয়ে , যে আয়াতে সিয়াম তথা রোজায় কি করা লাগবে বা কিভাবে সিয়াম পূর্ন হয় , তা বলা হয়েছে। চলুন পড়া যাক:
{২:১৮৭ أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্নপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরন কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান কর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেয়া সীমানা। অতএব, এর কাছেও যেও না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে।}
আগেই বলে নেই আয়াতের যে অনুবাদটি এখানে দেয়া হয়েছে , তা আমার অনুবাদ নয়। http://www.quraanshareef.org/Surah-Al-Baqara#loc180 এখান থেকে নেয়া। অনুবাদে ভুল থাকলে ধরিয়ে দিলে খুশি হব।
সাদা চোখে আয়াতটি পড়ে যা বুঝলাম -
১) রাতে ভোরের শুভ্র রেখা পর্যন্ত স্ত্রী সহবাস বা স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে (بَاشِرُوهُنَّ বাশিরুহুন্না) এবং খাওয়া ও পান করা যাবে।
২) ভোরের শুভ্র রেখা থেকে রাত পর্যন্ত সিয়াম/রোজা পূর্ণ করতে হবে , যখন মসজিদে অবস্থান কালীন (এতেকাফ) স্ত্রীদের সাথে মেশা যাবে না।
তাহলে আমরা জানলাম কি করা যাবে আর যাবে না। আল্লাহ বলেছেন রাতে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে (بَاشِرُوهُنَّ বাশিরুহুন্না) এবং খাওয়া ও পান করা যাবে। কিন্তু দিনে শুধু স্ত্রীর সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন , খাওয়া ও পান করতে নিষেধ করেন নি। আরো জানলাম সিয়াম/রোজা পূর্ণ করতে হলে মসজিদে অবস্থান করা লাগবে।
দিনে খাওয়া যাবে না এই নির্দেশটি কোথা থেকে পেলাম? আল্লাহ তো এমন নির্দেশ দেন নি। কোরানে কোথাও বলা হয় নি সিয়াম অর্থ না খেয়ে থাকা।
No comments:
Post a Comment