Sunday, September 18, 2022

NO ritual , no shirk.

 ধর্মীয় আচার অনুষ্ঠান নেই তো শির্ক নেই। 

সৌজন্যে - আফজাল সাইয়েদ। 


বর্তমানের মুসলমান দাবীদাররা যে সকল আচার অনুষ্ঠান ধর্মের নামে পালন করে , যথা কালেমা , নামাজ , রোজা , হজ্জ , যাকাত , খাতনা , মিলাদ ইত্যাদি , সবই শির্ক। এগুলো পৌত্তলিক ধর্মের বিভিন্ন  আচার অনুষ্ঠানের সংশোধিত ভিন্ন রূপ। 


কোরানে বর্নীত ইসলামের ভিত্তি হল এক আল্লাহতে বিশ্বাস , পরকালে বিশ্বাস ও সৎ কাজ। ধর্মীয় রিচুয়াল সৎ কাজের অন্তর্ভুক্ত নয় বা এগুলোর কোন বর্ননা কোরানে নেই।

No comments:

Post a Comment