Sunday, August 16, 2020

অধিকাংশ

 অধিকাংশের দোহাই দেওয়া এসমাজের লোকদের একটা রোগে পরিনত হয়েছে। যেমন কেউ    কেউ বলে এত লোকএত হুজুর সবাই কী ভুল করেঅথচ তারা একটু ভেবে দেখে না এটা একটা প্রহসনশয়তানের হাতিয়ার। আল্লাহ তাআলার আইনের কথা যারা বলে তারা   আল্লাহ্‌র দেখানো আইনের বিরুদ্ধে চলেদেখুন অধিকাংশ সম্পর্কে আল্লাহ পাকের একটা আয়াতই যথেষ্ট ছিল। তথাপিও কথাটা কুরআন ঘুরে ঘুরে বলে , তবুও আমাদের বোধগম্য হচ্ছে না।


১। অধিকাংশই বিশ্বাস করে না। (/সূরা আল বাক্বারাহ১০০)



২। মানুষের মধ্যে অধিকাংশই নাফরমান। (/সূরা আল মায়েদা৪৯)



৩। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। (/সূরা মায়েদাহ১০৩)



৪। কিন্তু তাদের অধিকাংশই জানে না। (/সূরা আল আনআম৩৭)



৫। কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। (/সূরা আল আনআম১১১)



৭। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। (/সূরা আল রাফ১৭)



৮। আর তাদের অধিকাংশ লোককেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারীরূপে পাইনিবরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী। (/সূরা আল রাফ১০২)



৯। অধিকাংশই জানে না। (/সূরা আল রাফ১৩১)



১০। কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয়। (/সূরা আল আনফাল৩৪)



১১। তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী। (/সূরা আত তাওবাহ)



১২। তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলেঅথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না।



১৩। বরং তাদের অধিকাংশই সত্য জানে নাঅতএব তারা টালবাহানা করে। (২১/সূরা আম্বিয়া২৪)



১৪। তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। (২৩/সূরা আল মুমিনূন৭০)



১৫। আপনি কি মনে করেন যেতাদের অধিকাংশ শোনে অথবা বোঝেতারা তো চতুস্পদ জন্তুর মতবরং আরও পথভ্রান্ত।(২৫/সূরা আল ফুরকান৪৪)



১৬। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। (২৬/সূরা আশ শোআরা)



১৭। তাদের অধিকাংশই মিথ্যাবাদী। (২৬/সূরা আশ শোআরা২২৩)



১৮। তাদের অধিকাংশই জানে না। (২৭/সূরা নমল৬১)



১৯। কিন্তু তাদের অধিকাংশই জানে না। (২৮/সূরা আল কাসাস৫৭)



২০। কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না। (২৯/সূরা আল আনকাবুত৬৩)



২১। তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। (৩০/আর রূম)



২২। তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। (৩১/সূরা লোকমান২৫)



২৩। তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। (৩৬/সূরা ইয়াসীন)



২৪। তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল। (৩৭/সূরা আস সাফফাত৭১)



২৫। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছেতারা শুনে না। (৪১/সূরা হামীম সেজদাহ)



২৬। আমি তোমাদের কাছে সত্যধর্ম পৌঁছিয়েছিকিন্তু তোমাদের অধিকাংশই সত্যধর্মে নিস্পৃহ! (৪৩/সূরা যুখরুফ৭৮)



২৭। আপনি বলুনআল্লাহই তোমাদেরকে জীবন দান করেনঅতঃপর মৃত্যু দেনঅতঃপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেনযাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। (৪৫/সূরা আল জাসিয়া২৬)



২৮। অধিকাংশই অবুঝ। (৪৯/সূরা আল হুজরাত)



২৯। সুতরাংআপনি কি মনে করেন তাদের অধিকাংশ শুনে অথবা বুঝেতারা চতুষ্পদ জন্তুর মতো বরং আরও পথভ্রান্ত।(২৫:৪৪)



৩০। অধিকাংশই জানে না। (৩৪:২৮,৩৬)



৩১। তাদের অন্তর রয়েছেতার দ্বারা বিবেচনা করে নাতাদের চোখ রয়েছেতার দ্বারা দেখে নাআর তাদের কান রয়েছেতারদ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতবরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেলশৈথিল্যপরায়ণ। (সূরা আলরাফ:১৭৯)



৩২। বস্তুত তারা অধিকাংশই অনুমানের উপর চলে। (১০:৩৬)



৩৩। তারা আল্লাহর আয়াতকে বানচাল করার চেষ্টা করে। (সাবা )



৩৪। তারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে (৪০:৩৫,৫৬)



৩৫। কাফেররাই আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে। (৪০:)



৩৬। অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে শিরিকও করে। (সূরা ইউসুফ১০৬)



৩৭। সুতরাং অধিকাংশের কথা মতো চলো তা হলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। (সূরা আনআম১১৬)



৩৮। এরাই তারা যারা কুরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে ফুরকান ৩০। (সূরা ইউনুস/১০৩৬)



৩৯। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। (১২/সূরা ইউসুফ২১)



৪০। অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। (১২/সূরা ইউসুফ৬৮)



৪১। আপনি যতই চান না কেনঅধিকাংশই বিশ্বাসী নয়। (১২/সূরা ইউসুফ১০৩)



৪২। অধিকাংশ মানুষ আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করেকিন্তু সাথে সাথে শিরকও করে। (১২/সূরা ইউসুফ১০৬)



৪৩। অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। (১৩/সূরা রাদ)



৪৪। তারা আল্লাহর অনুগ্রহ চিনেএরপর অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। (১৬/সূরা নাহল৮৩)



৪৫। তাদের অধিকাংশ লোকই জানে না। (১৬/সূরা নাহল১০১)



৪৬। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। (১৭/সূরা বনী ইসরাঈল৮৯)


সৌজন্যেমুরাদ বিন আমজাদ।



No comments:

Post a Comment